আজ নিউজিল্যান্ড সফরে যাচ্ছে অনুর্ধ্ব-১৯ দল
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ঘটনা আমরা সবাই জানি। ঘটনার পরপরই সিরিজ শেষ না করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশে ফিরে আসে।
সেই ঘটনার পর প্রথমবার নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। সোমবার সকালে ক্রাইস্টচার্চের উদ্দেশ্যে বাংলাদেশ দল দেশ ছাড়বে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।
সম্প্রতি শ্রীলংকায় অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে রানার্সআপ হয় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। এবার যুবাদের পারফরম্যান্স সবাইকে মুগ্ধ করে। আর সেই অভিজ্ঞতা নিয়েই কিউইদের মুখোমুখি হতে যাচ্ছে আকবর আলি দল।
ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫টি একদিনের যুব আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজ। তার আগে ২৭ সেপ্টেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে।
ক্রাইস্টচার্চের লিঙ্কন ইউনিভার্সিটির বার্ট সাচলিফ ওভালে হবে সবগুলো ম্যাচ। ২৯ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে, এরপর যথাক্রমে ২ অক্টোবর, ৬ অক্টোবর, ৯ অক্টোবর এবং ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি ম্যাচগুলো।
বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল
আকবর আলি (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, রাকিবুল হাসান, আসাদুল্লাহিল গালিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, মাহমুদুল হাসান জয়, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শামীম হোসেন, অনিক সরকার, হাসান মুরাদ।