শ্যামনগরে যুবফোরামের জলবায়ু কর্মশালা
২২ সেপ্টেম্বর সকাল ১০ টায় শ্যামনগর গ্রামীণ হোটেল কনভেনশন সেন্টারের লিডার্স এর প্রোগাম ম্যানেজার মোঃ সুলতানুজ্জামান সভাপতিত্বে বিশ্ব জলবায়ু জলবায়ু কর্মসূচী সপ্তাহ ২০১৯ উদযাপন এর তৃতীয় দিনে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার যুবফোরামের যুবকদের নিয়ে এক জলবায়ু কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খালেদা আইয়ুব (ডলি), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, শ্যামনগর উপজেলা পরিষদ।
কর্মশালায় দিনব্যাপী জলবায়ু পরিবর্তন ও এর প্রভার, মানুষের ক্ষয়ক্ষতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কমাতে এখনই এগিয়ে না এলে পৃথিবীর মানুষের জন্য ভয়াবহ দুর্যোগ অপেক্ষা করছে এই স্লোগান নিয়ে যুবকদের কার্বন নির্গমন কমাতে তাদের ভূমিকা তুলে ধরা হয়। যুবকদের জলবায়ু ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ধারণার বিজ্ঞান ভিত্তিক বর্ণনা, উপকূলীয় এলাকার জনজীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব বর্ণনা, জলবায়ু পরিবর্তনের নেতি বাচক প্রভাব মোকাবেলায় যুবকদের ভূমিকা ইত্যাদি বিষয়ে ধারনা প্রদান করেন লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী রনজিৎ কুমার মন্ডল।
দিন ব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে মাষ্টার মোঃ নজরুল ইসলাম এর সভাপত্বিতে এবং লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল এর উপস্থিতিতে অংশগ্রহণকারীদের মাঝে পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ এবং সর্বশেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয় ।