কলারোয়ায় শিবিল স্মরণে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা
কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার ‘শিবিল স্মৃতি বুক কর্নার’ আয়োজিত শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রয়াত কাজী আহনাফ আতিক শিবিলের জন্মদিন উপলক্ষে এ প্রতিযোগিতা বাস্তবায়ন করে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। শিবিল মেমোরিয়াল ফান্ডের অর্থায়নে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের নামকরণ করা হয়, ‘সৃজন অন্বেষণ- শিবিল স্মরণে’।
চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানধারী শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আরাফাত হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মুজিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক এমএ সাজেদ, সরদার জিল্লুর, ফারুক রাজ, শিক্ষক উৎপল সাহা, অনুপ কুমার প্র্মুখ। পুরস্কার বিতরণ শেষে প্রয়াত কাজী আহনাফ আতিক শিবিলের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আরবী প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।