দেবহাটায় এক যুবককে মারপিটের অভিযোগ
দেবহাটার পারুলিয়াতে সুমন হোসেন (২০) নামের এক যুবককে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। মারপিটে আহত সুমন হোসেন পারুলিয়া মোল্যাপাড়া এলাকার মুকুল শেখের ছেলে। শুক্রবার সন্ধ্যায় পারুলিয়া গার্লস স্কুল এলাকায় তাকে একা পেয়ে মারপিট করে স্থানীয় দুলাল দাশের ছেলে রাজেশ দাশ সহ অজ্ঞাত ৩/৪ জন যুবক। আহতের পরিবার জানায়, সুমন হোসেনকে নিয়ে দীর্ঘদিন এলাকায় অপপ্রচার চালাতো রাজেশ দাশ।
কিছুদিন আগে বিষয়টির প্রতিবাদ করলে সুমনকে মারপিটের হুমকি দেয় রাজেশ। শুক্রবার সন্ধ্যায় বন্ধুর সাথে খেলা দেখে ফেরার সময় পারুলিয়া গার্লস স্কুল এলাকায় পৌছালে রাজেশ দাশ সহ অজ্ঞাত কয়েকজন যুবক অতর্কিত সুমন হোসেনকে মারপিট শুরু করে। মারপিটের একপর্যায়ে আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।
Please follow and like us: