দেবহাটায় আটক দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা
দেবহাটায় ছিনতাইকালে জনসাধারণের হাতে আটক ছিনতাইকারী আল আমিন (২০) ও আলাউদ্দীন (২১) এর বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার ছিনতাইয়ের ঘটনার ভিকটিম উপজেলার বহেরা গ্রামের আব্দুল্যাহ আল সোহানের বাবা আব্দুল মজিদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা (নং ৯) দায়ের করেন।
পরে প্রাথমিক তদন্ত শেষে আটককৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ। আটক আল আমিন সদর উপজেলার শ্রীরামপুর ইউনাইটেড মডেল কলেজের ছাত্র ও পদ্মশাখরা গ্রামের আব্দুল গফফার সরদারের ছেলে এবং আলাউদ্দীন চৌবাড়িয়া গ্রামের আব্দুল আজিজ সরদারে ছেলে এবং সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। দীর্ঘদিন ধরে দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকার কলেজ পড়ুয়া ছাত্রদের টার্গেট করে মোবাইল ছিনতাই করতো তারা।
শুক্রবার রাত ৯টার দিকে দেবহাটা উপজেলার বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে মোবাইল ছিনতাইকালে আল আমিন ও আলাউদ্দীনকে স্থানীয়রা আটক করে কুলিয়া ইউনিয়ন পরিষদ এবং পরবর্তীতে দেবহাটা থানা পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আল আমিন ও আলাউদ্দীন জানায়, মোবাইল ছিনতাইয়ের একটি সক্রিয় চক্র রয়েছে তাদের ।
নামীদামী ব্রান্ডের স্মার্ট ফোন ব্যবহারকারীদের গতিবিধির উপর নজর রাখতো এ চক্রের সদস্যরা। পরবর্তীতে সময় সুযোগ বুঝে রাতের বেলা পথচলা অবস্থায় মোটর সাইকেল নিয়ে এসব মোবাইল ছিনতাই করতো তারা। কয়েক মাস আগে দেবহাটা-সখিপুর সড়কের আরশাদের আইচ মিলের সামনে থেকে রাতের আধারে বাই সাইকেল চালানো অবস্থায় পার্থ প্রতীম ঘোষ নামের অপর এক ছাত্রের হাত থেকে স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে মোটর সাইকেলে পালিয়ে যায় তারা।