শ্যামনগরে তৃনমূল আ’লীগের সাথে এমপি জগলুর মতবিনিময়
উন্নয়নের শত্রু বিএনপি জামাত জোটের ঘৃণ্য ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিহত করার লক্ষ্যে শ্যামনগর উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগ এবং এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এমপি জগলুল হায়দারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ সেপ্টেম্বর বিকাল ৪ ইউপি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি শ্যামনগর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পিপি এ্যাড জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে শ্যামনগরের জেসি কমপ্লেক্সে হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও শ্যামনগর উপজেলা আ’লীগের সভাপতি এস এম জগলুল হায়দার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আল মেহেদি লিটন, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মোশারফ হোসেন।
সদর ইউনিয়ন আলীগের সভাপতি আলহাজ্ব আকবর কবির, সাধারণ সম্পাদক দূর্গাপদ চক্রবর্তী, পদ্মপুকুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এ্যাডঃ আতাউর রহমান, বুড়িগোয়ালীনি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, কাশিমাড়ী সভাপতি আলহাজ্জ্ব শমশের ঢালী, সাধারণ সম্পাদক প্রভাষক আবুল হোসেন, আটুলিয়া সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাধু রঞ্জন মন্ডল, রমজাননগর সভাপতি ফজলুল হক মোড়ল, সাধারণ সম্পাদক হায়াৎ আলী, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য পতিত পাবন মন্ডল, কৈখালী সভাপতি আলহাজ্জ্ব রেজাউল করীম, ভূরুলিয়া সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব জাকির সানা, ঈশ্বরীপুর সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব বজলুল করীম, সহ সভাপতি সাংবাদিক মোহাম্মদ আলী, নুরনগর সাধারণ সম্পাদক সোহেল রানা, মুন্সিগঞ্জ সাধারণ সম্পাদক মাজেদ মোড়ল, উপজেলা কৃষকলীগের সভাপতি মনজুর এলাহী খোকন, উপজেলা শ্রমীকলীগের সভাপতি কামরুল হায়দার নান্টু, উপজেলা যুবলীগের আহবায়ক জাকির হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড আ’লীগের সভাপতি/সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সকল অপশক্তিকে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।