রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সদস্যদের পরিচয়পত্র প্রদান
রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সদস্যদের রোটারি ইন্টারন্যাশনাল এর অর্ন্তভূক্তির নম্বরযুক্ত পরিচয়পত্র প্রদান করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় সাতক্ষীরা নাইট স্কুলে ক্লাবের রেগুলার মিটিং পরবর্তী এই পরিচয়পত্র প্রদান করা হয়। রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতি রোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত সদস্যদের মাঝে পরিচয়পত্র প্রদান করেন রোটারি ডিস্ট্রিক ৩২৮১ এর ডিস্ট্রিক সেক্রেটারি রোঃ ইব্রাহিম হোসেন রুমন।
বিশেষ অতিথি ছিলেন, ডিস্ট্রিক কো-অর্ডিনেটর রোঃ ইয়ামিন মোস্তাফিজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব সাতক্ষীরার আইপিপি রোঃ এজাজ আহমেদ, সেক্রেটারী রোঃ মাসুদ পারভেজ, রোঃ আরিফুল ইসলাম রহিত, রোঃ কায়ুম রহমান, রোঃ আবুল ফরহা তানভীর, রোঃ আতিক মুজাহিদ, রোঃ এ কে এম মাহবুবুল ইসলাম, রোঃ আলামিনুর রহমান, রোঃ কামরুজ্জামান শামীম, রোঃ ইয়াকুব হোসেন, রোঃ খান ফাহিম ফয়সাল প্রমুখ। এসময় ক্লাবের আয় বর্ধন মূলক প্রকল্পের উদ্বোধন করা হয় এবং রোঃ খান ফাহিম ফয়সাল কে পিন পরানোর মধ্য দিয়ে নতুন সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়।