এবার বনানীর এফআর টাওয়ারের পেছনে সুপার শপে আগুন
বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানী এফআর টাওয়ারের পেছনে স্বপ্ন সুপার শপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
এর আগে গত ২৮ মার্চ দুপুরে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের এফ আর টাওয়ারে আগুন লাগে। ঘটনায় ২৪ জন নিহত হয়েছিলেন। আহত হন ১৩০ জন।
এফ আর টাওয়ারের ঘটনায় দেখা গেছে, আটতলায় শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আট, নয় ও ১০ তলা পর্যন্ত আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ধোঁয়ার কারণে ১১ ও ১২ তলায় হতাহতের ঘটনা ঘটে।’
Please follow and like us: