সাধক এজাহার আলী মারফতি ফকিরের মৃত্যু বার্ষিকী শুক্রবার
আধ্যাত্নিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের ২৭ তম মৃত্যু বার্ষিকী শুক্রবার জুম্মার নামাজের পর তালা সদরের শিবপুর গ্রামস্থ নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।
১৯৯২ সালের ২০ সেপ্টেম্বর ৭৮ বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকর দিবসটি পালন উপলক্ষ্যে মরহুমের আত্নার শান্তি ও মাগফেরাত কামনায় তার নিজস্ব বাসভবনে সকাল থেকে কোরআন তেলোওয়াত, বাদ জুম্মা স্মরণসভা, মিলাদ মাহফিলও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে মরহুমের সকল ভক্তবৃন্দ, শোভাকাঙ্খী, আত্নীয়স্বজন, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দদের অংশগ্রহনের জন্য পরিবারের পক্ষ থেকে আমন্ত্রন জানিয়েছেন মরহুমের কনিষ্ঠপুত্র দৈনিক পূর্বাঞ্চল, খুলনার তালা অফিস প্রধান, দৈনিক সাতনদী, সাতক্ষীরার বিশেষ প্রতিনিধি তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম ও পৌত্র সাংবাদিক আকরামুল ইসলাম।
এছাড়াও আধ্যাত্নিক সাধক এজাহার আলী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে দিবসটি পালনে একাধিক কর্মসূচী গ্রহন করা হয়েছে।