মিজানুরকে শিবির কর্মী বানানোর ষড়যন্ত্রের প্রতিবাদে গাবুরায় মানবন্ধন
গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানকে শিবির কর্মী বানানোর ষড়যন্ত্রের প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, ১২নং গাবুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন।
এসময় বক্তব্য রাখেন, ১২নং গাবুরা ইউনিয়নের ছাত্রলীগের, সাধারণ সম্পাদক, শেখ আমিরুল ইসলাম, সহ- সভাপতি ছিলেন মো: ইব্রাহিম খলিল, যুগ্ম সম্পাদক আবু সাঈদ প্রমুখ। মানববন্ধনে ১২নং গাবুরা ইউনিয়নের ছাত্রলীগের ও তৃণমুলের শতশত নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
এসময় বক্তারা বলেন, মিজানুর রহমান কে জামাত-শিবিরের কর্মী সমর্থক বানিয়ে ফয়দা লুটার উদ্দেশ্যে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে শিবিরের ভুয়া কাগজ পত্র তৈরি করে বিভিন্ন ফেসবুকের মাধ্যমে বিভ্রান্ত করে যাচ্ছে। প্রকৃতপক্ষে মিজানুর রহমান আওয়ামীলীগ পরিবের ছেলে। তাকে জড়িয়ে এধরনের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।