টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে রচনা ও বিতর্ক প্রতিযোগীতা
দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে সততা সংঘের সদস্যদের রচনা, বিতর্ক প্রতিযোগীতা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত রচনা, বিতর্ক প্রতিযোগীতা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এনামুল হক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ-সভাপতি আফসার আলী মাষ্টার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক চন্দ্রকান্ত মল্লিক, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক আমিরুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সঞ্জীব কুমার ব্যানার্জী।