সাতক্ষীরা পৌরসভার সাথে নাসিসির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত
সাতক্ষীরা পৌসভার সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ সদস্যের প্রতিনিধির সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক আরবান ডেভোলোপমেন্ট প্রোগ্রামের(ইউডিপি)এটির আয়োজন করে।
বুধবার(১৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা পৌরসভা মেয়রের কার্যলয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভার নেতৃত্বে প্রতিনিধি দলটি পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।নাসিসির অন্য সদস্যরা হলেন,নাসিসির ১৫ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস,সংরক্ষিত মহিলা(২২,২৩,২৪)ওয়ার্ড কাউন্সিলর শাওন অঙক,নগর পরিকল্পনাবিদ মইনুল হাসান,নারায়ণগঞ্জ ব্রাক ইউডিপির রেজিওনাল কোওডিনেটর মো. আসাদুজ্জামান, প্রোগ্রাম অফিসার রাজিয়া সুলতানা,জুম্মান হোসেন প্রমুখ।
অপরদিকে সাতক্ষীরা পৌরসভার অন্য সদস্যরা হলেন,প্যানেল মেয়র-১ মো. আবদুস সেলিম,প্যানেল মেয়র-২ ফারহা দিবা খান সাথী,প্যানেল মেয়র-৩ কাজী ফিরোজ হাসান,কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু,শফিকুল ইসলাম বাবু,শাহিনুর রহমান,শফিউদ্দৌলা সাগর,শেখ আবদুস সেলিম,জোৎস্না আরা,অনিমা রাণী মন্ডল প্রমুখ।
সাক্ষাত শেষে প্রতিনিধি দলটি সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান ও মধুমোল্লার ডাঙ্গী ব্রাক ইউডিপির হাউজিং প্রকল্পের স্বল্প খরচে গৃহ নির্মাণ করে দেওয়া পরিবারের সাথে মিলিত হয়।এই প্রকল্পে সাতক্ষীরা পৌরসভায় উপকার ভোগী পরিবার বিশের অধিক।তবে আগামীতে ১২ হাজার পরিবারকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানা যায়।