জয় দিয়ে ফাইনালে উঠতে চায় টাইগাররা
ত্রিদেশীয় সিরিজে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আফগানিস্তান। সমান সংখ্যক ম্যাচে এক হারে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান বাংলাদেশের। অপরদিকে জয়হীন অবস্থায় তলানিতে জিম্বাবুয়ে।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদে চৌধুরী স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এ ম্যাচ জয় করে বাংলাদেশ চাইবে ফাইনাল নিশ্চিত করতে। কিন্তু প্রতিপক্ষ বসে থাকবে না। টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাদের জয়ের বিকল্প নেই।
যদি এই ম্যাচে জিম্বাবুয়ে বাংলাদেশকে হারাতে পারে তবে টুর্নামেন্টে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে তারা। সেক্ষেত্রে অবশ্য অপেক্ষা বাড়বে বাংলাদেশের।
মিরপুরে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিলেও পরের ম্যাচেই হেরে বসে টাইগাররা। এ অবস্থায় আগামীকালের ম্যাচটিতে প্রবল বিক্রমে ঘুড়ে দাঁড়াতে চাইবে টাইগার বাহিনী। টানা দুই ম্যাচে ব্যাটিং, বোলিংয়ের দুর্দশার পুনরাবৃত্তি নিশ্চয়ই এই ম্যাচটিতে দেখতে চাইবে না তারা।
জিম্বাবুয়েও যে হাত-পা গুটিয়ে বসে থাকবে না। তারাও চাইবে ঘুরে দাঁড়াতে। বাংলাদেশ ও আফগানিস্তানের কাছে টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট হাতছাড়া হওয়ার উপক্রম হওয়ায় তারাও চাইবে সাগরিকায় প্রথম ম্যাচেই বাজিমাত করতে।
বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।