শ্যামনগরে কপোতাক্ষ নদীতে ভয়াবহ ভাঙন
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে কপোতাক্ষ নদীতে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর ভোরের দিকে পার্শ্বেখালী টেকেরহাট সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শতাধিক ফুট ব্লক কপোতাক্ষ নদীতে ধসে পড়ে। স্থানীয়রা জানান, ভোরে ফজরের নামাজের সময় বিকট শব্দে ব্লক দিয়ে তৈরি পাউবো বেড়ীবাঁধ কপোতাক্ষ নদীতে ধসে যায়।
এ সময় মুসল্লিদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি,এম মাসুদুর আলম জানান, ২০০৯ সালে আইলার আঘাতে ক্ষতিগ্রস্থ পাউবো বাঁধ অদ্যাবধি টেকসই ভাবে নির্মাণ করা হয়নি। পাউবো কর্তৃপক্ষকে বার বার বলা স্বর্তেও সংশ্লিষ্টদের ঢিলেমিতে প্রায় ভাঙন শুরু হয়েছে। স্থানীয়দের সহায়তায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ শুরু করা হয়েছে।
তবে টেকসই বাঁধ নির্মাণ করা না গেলে ক্ষতিগ্রস্থ স্থান সম্পূর্ণ বিলীন হয়ে নোনা পানিতে সমগ্র গাবুরা ইউনিয়ন তলিয়ে আইলার মত ভয়াবহ বিপর্যয়ের সম্ভাবনা আছে। সংশ্লিষ্ট ১৫ নং পোল্ডারের দায়িত্বরত সেকশন অফিসার (এসও) সাজ্জাদুল ইসলাম ভাঙনে সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি পাউবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সাতক্ষীরা পাউবো নির্বাহী প্রকৌশলী (এক্স-ইন) আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ভাঙন কবলিত স্থানে বিকল্প রিং বাঁধ নির্মাণ করা হবে।