জননেত্রী শেখ হাসিনা মাদক থেকে যুব সমাজকে বিরত রাখার জন্য ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করেছেন-এমপি রবি
সাতক্ষীরায় ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে পিএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা শিক্ষা অফিসের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘উভয় দলই ফুটবল ভাল খেলেছে। দেশের ক্রীড়াঙ্গণে সাতক্ষীরার ছেলে মেয়েরা অনেক সুনাম বয়ে এনেছে। সবাইকে নিয়ে আমি মাদক ও জ্ঙ্গীমুক্ত সুন্দর সাতক্ষীরা গড়তে চায়। জননেত্রী শেখ হাসিনা মাদক থেকে যুব সমাজকে বিরত রাখার জন্য ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করেছেন। মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলা-ধূলার বিকল্প নেই।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহ্ উদ্দিন আহমেদ, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের, পিএন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভদ্রকান্ত সরকার, সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান উল্লাস, প্রভাষক আশরাফুর রহমান খোকন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ।
ফুটবলের ফাইনাল খেলায় দেবহাটা বিবিএমপি ইন্সটিটিউটকে ২-০ গোলে পরাজিত করে আশাশুনি’র বুধহাটা বিবিএম কলিজিয়েট স্খুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস।