র্যাবের হামলার ঘটনায় জবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের উপর র্যাব-১০ এর হামলা ও মারধরের প্রতিবাদ ও র্যাব সদস্যদের ক্ষমা চাওয়ার দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
রবিবার সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে করে ঢাকা-মাওয়া, ঢাকা-সদরঘাট রুটের যানবাহন চলাচল বন্ধ থাকে। এসময় শিক্ষার্থীরা র্যাবের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়ার পাশাপাশি শিক্ষার্থীদের উপর র্যাবের হামলার দ্রুত বিচার দাবি করেন। এতে ওইসব রুটের যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েন। পরে বেলা সাড়ে ১০টার দিকে প্রক্টর ড. মোস্তফা কামালের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন।
জানা যায়, গত ১২ তারিখ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উত্তরণ-২ বাসটি সায়দাবাদ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে পৌছানোর পর র্যাব-১০ এর গাড়ি (ঢাকা মেট্রো চ- ৫৩২২৩৭) রাস্তায় দাঁড় করিয়ে লোক নামাতে শুরু করে। এসময় বাসের শিক্ষার্থীরা গাড়ি সরাতে বললে কথা কাটাকাটির এক পর্যায়ে র্যাব-১০ শিক্ষার্থীদের ধাওয়া করে এবং মারধর করে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
Please follow and like us: