তালায় জনপ্রতিনিধিরা ঘুমানো সাধারণ মানুষের টাকা দিয়ে মেরামত হচ্ছে রাস্তা
সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগ ইউনিয়ন হাজরাকাটী কাটবুনিয়া রাস্তা বেহাল দশা বিভিন্ন পত্র-পত্রিকায় এই রাস্তা গুলো সমস্যার কথা প্রকাশ হবার পরও এখনো কোনো জনপ্রতিনিধিদের মাথাব্যথা নাই কোন খেয়াল নাই এই রাস্তা গুলোর দিকে ।
১২ নং খলিলনগ ইউনিয়নের ১নং হাজরাকাটী কাটবুনিয়া ওয়ার্ডের সাবের ইউপি সদস্য শেখ আক্কাজ আলী জানান যে। সাবের চেয়ারম্যান প্রণব ঘোষ বালুর নিজের হাতে গড়া রাস্তাগুলো বর্তমানে দেখার মত কেউ নাই তাই সবাই নিজ নিজ দায়িত্বে লোকের কাছে টাকা তুলে রাস্তাগুলো মেরামত করছি ।
পথচারীরা জানান যে দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল দশা চলাচলের অযোগ্য তাই আর সাধারণ মানুষ ইউপি চেয়ারম্যান ও ইউপির সদস্যর জন্য বসে না থেকে। সাবেক চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু ও আমাদের এক নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শেখ আক্কাজ আলী, এবং বর্তমান তালা উপজেলার ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ সরদার, আমরা সবাই মিলে লোকের কাছ থেকে টাকা তুলে রাস্তাটা মেরামত করছি যেনো লোকজন ঠিকমতো চলাচল করতে পারে কিন্তু বর্তমান ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যান কোন রাস্তার দিকে খেয়াল করছে না আমাদের চরম দুর্ভোগ পওয়াতে হচ্ছে হতো, আমাদের চেয়ারম্যান ও মেম্বার দের কে অনুরোধ করবো ওনারা যেনো রাস্তাগুলো দিকে একটু খেয়াল করেন তাহলে আমাদের চলাচল কতরে অসুবিধা হবে ।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান আজিজুল ইসলাম রাজুর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Please follow and like us: