ঢাকা মেডিকেলে সন্তান রেখে বাবা-মা নিখোঁজ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনদিনের সন্তান রেখে পালিয়ে গেছেন মা-বাবা। শনিবার রাত ৮টার পর থেকে হাসপাতালে ১০৬ নম্বর ওয়ার্ডের বেডে নবজাতক থাকলেও তার মা-বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনদিন আগে ঢামেক হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডে এক প্রসূতি ভর্তি হন। সেদিন একটি কন্যা সন্তান হয়। তিনদিন তারা হাসপাতালেই ছিলেন। শনিবার তারা সন্তানকে রেখে চলে যায়। রাত ৮টা পর্যন্ত তারা কেউ ফিরে না আসায় পাশের বেডের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বাচ্চাটিকে উদ্ধার করে।
ঢামেক হাসপাতালের নথিতে দেখা যায়, নবজাতকটির মায়ের নাম নাহার ও বাবার নাম রাসেল। ঠিকানায় লেখা রয়েছে মিরপুর-১। বাচ্চাটিকে হাসপাতালের ২১১ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে। সে সুস্থ আছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ওয়ার্ডের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারি, সন্ধ্যার দিকে নবজাতকটির বাবা-মার মধ্যে ঝগড়া হয়। এরপর থেকেই তাদের আর দেখা যায়নি
Please follow and like us: