সৌদি আরবে বিশ্বের সর্ববৃহৎ তেল স্থাপনায় বিস্ফোরণ
সৌদি আরবের দাম্মামের কাছে আরামকো কোম্পানির একটি তেল স্থাপনায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। আবকাইক শহরে এ ঘটনা ঘটে।
শনিবার দেশটির সরকারি আল আরবিয়া টিভি জানায়, সবশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনের কারণ জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনো কিছু বলেনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, ড্রোন হামলায় এই বিস্ফোরণ হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিওতে দেখা যায়, অগ্নিকাণ্ডে আরামকোর তেল স্থাপনা থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যাচ্ছে।
আরামকো বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিদিন এ প্রতিষ্ঠান ৭০ লাখ ব্যারেল তেল উৎপাদন করে থাকে। বেশিরভাগ সৌদি তেল আরামকোতেই প্রক্রিয়াজাত করা হয়।
Please follow and like us: