তালায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
তালা উপজেলার খেশরা ইউনিয়নের কুলপোতা গ্রামে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু হয়েছে। কুলপোতা গ্রামের সুনীল মণ্ডল একমাত্র সন্তান প্রত্যয় মণ্ডল (৩)। সকাল সাড়ে ১১ দিকে বাড়ির অনতিদুরে অন্য শিশুদের সাথে খেলা করছিল। খেলা করতে করতে সবার অজান্তে একসময় পার্শঃস্থ অমল সরকারের পুকুরে পড়ে যায়।
বেশ কিছুসময় পরে প্রত্যয় মণ্ডলের মা সোমা মণ্ডল ছেলেকে খুঁজতে থাকলে প্রত্যয় মণ্ডল এর সাথে খেলা করছিল এমন ১বছর বয়সের একটি শিশু আনুমানিক তথ্য দিলে উক্ত পুকুর থেকে প্রত্যয় মণ্ডলকে খুঁজে তুলে আনে তার মা সোমা মণ্ডল। স্থানীয় গ্রাম-ডাক্তারের কাছে নিলে ডাক্তার জানায় সে অনেক আগেই মারা গেছে। এঘটনায় এলাকার মানুষ শোকের ছায়া নেমে এসেছে এবং মৃতের বাড়িতে তাকে একনজর দেখার জন্য ভিড় করছে।
Please follow and like us: