মিনিস্টার ফ্রিজ কারখানায় আগুন
গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় শুক্রবার সকালে মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে ।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, সকাল সোয়া ৭টায় মাইওয়ান-মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানায় আগুন লাগে। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন কারখানার ছয়তলার গুদামে ছড়িয়ে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
Please follow and like us: