নাশকতার মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা গ্রেফতার
নাশকতার মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের রসুলপুর চৌরঙ্গি মোড় এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মুজিবর রহমানের ছেলে।
শেখ নুরুল হুদার স্ত্রী পপি বেগম জানান, সদর থানার এস.আই নাসির উদ্দীন তার স্বামীকে রাতে গ্রেফতার করে নিয়ে গেছেন।
এস.আই নাসির উদ্দীন জানান, গ্রেফতাকৃত জামায়াত নেতা শেখ নুরুল হুদার বিরুদ্ধে নাশকতার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।##
Please follow and like us: