দেবহাটায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা শহিদুলের দাফন
দেবহাটায় রাষ্ট্রীয় মর্যাদায় সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম (৬৬)’র দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় দেবহাটার চরশ্রীপুরে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদর্শন শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত রোগে আক্রান্ত থাকার পর বৃহষ্পতিবার উন্নয়ন চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার পথিমধ্যে মৃত্যুবরন করেন মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম।
শুক্রবার গার্ড অব অনার প্রদান ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকালে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ, ইউনিয়ন কমান্ডার ইদ্রিস আলী, মুক্তিযোদ্ধা সংসদের দপ্তর কমান্ডার আব্দুর রউফ সহ দেবহাটার বীর মুক্তিযোদ্ধাগন এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।