আশাশুনিতে পুলিশী অভিযানে ৫ আসামী গ্রেফতার
আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে ওয়রেন্টের আসামীসহ ৫ আসামীকে গ্রেফতার করেছে। শুক্রবার আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এএসআই নাজিম উদ্দীন অভিযান চালিয়ে সিআর-৪৫১/১৮ আসামী কল্যানপুর গ্রামের মৃত কাওছার মালির পুত্র আঃ রশিদ মালিকে নিজ বাড়ী হতে গ্রেফতার করেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমারত হোসেন সঙ্গীয় এসআই বিল্লাল হোসেন শেখ এর সহায়তায় নিয়মিত মামলা ১২(৯)/১৯ এর আসামী বৈকরঝুটি গ্রামের আমিনুদ্দীন পাড়ের পুত্র মোক্তার পাড় ওরফে কালু পাড়, শে^তপুর গ্রামে জাকাত আলী সরদারের পুত্র রিপন হোসেন ও অজেদ আলি শেখের পুত্র ইয়াছিন আলীকে বৈকরঝুটি এলাকা হতে গ্রেফতার করেন। অপরদিকে এসআই বিল্লাল হোসেন পৃথক অভিযানে নিয়মিত মামলা ১১(৭)/১৯ এর আসামী লতাখালী গ্রামের আদম আলির পুত্র আকবার আলীকে গ্রেফতার।