আবারো নতুন গানে ঝড় তুললেন নোরা ফাতেহি (ভিডিও)
কখনো মিউজিক ভিডিও, কখনো আইটেম সং আবার কখনো রিমেক গান দিয়ে ঝড় তোলেন নোরা ফাতেহি। তার ‘বেলি ড্যান্স’ এ মাত ভক্তদের মন। সাকি সাকি, দিলবার, কামারিয়ার মতো গানে তার নাচে অভিভূত দর্শক। ফের একবার নিজের নাচের কায়দাতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন নোরা।
বৃহস্পতিবার নোরা ফতেহি তার নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি নাচের ভিডিও পোস্ট করেছেন। যেখানে ইন্টারন্যাশনাল ডান্স নাম্বর ‘পেপেতা’ গানের সঙ্গে কোমর দোলাতে দেখা গেছে নোরাকে। তার সঙ্গে দেখা গেল খ্যাতনামা কোরিওগ্রাফার মেলভিন লুইসকে।
নাচের ভিডিওটি পোস্ট করে ক্যাপশানে নোরা জানিয়েছেন মেলভিন লুইস এই আফ্রো-ল্যাতিনো ডান্স নাম্বারটি নতুন করে নিজের সৃজন শৈলী দিয়ে তৈরি করেছেন। ভিডিওটি পোস্ট করতেই এটি নেট দুনিয়ায় ঝড় তুলেছে।
প্রসঙ্গ, ‘পেপেতা’ গানের মিউজিক ভিডিওতে দেখা গেছে নোরাকে। যে মিউজিক ভিডিওটির ভিউ ২৪ ঘণ্টায় ৩.৫ মিলিয়ান ছাড়িয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে নোরা ও ভিকি কৌশলের আরো একটি মিউজিক ভিডিও ‘পচতাওগে’।
কোরিওগ্রাফারের সঙ্গে নোরা ফাতেহির গানের ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।
নোরা ফাতেহির ‘পেপেতা’ গানের ভিডিওটি:-