দেবহাটায় ওয়ার্ল্ড ভিশনের পর্যালোচনা সভা
দেবহাটায় ওয়ার্ল্ড ভিশনের ইনহেল্ডার প্রকল্পের বিগত এক বছরের কাজের অগ্রগতি, বাঁধা ও উত্তরণের উপায় সমূহের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আশাশুনি এপি’র ইনহেল্ডার প্রকল্পের আয়োজনে দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের ইনহেল্ডার প্রকল্পের প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রনজিত কুমার রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)’র সমন্বয়কারী শামীম হুসাইন, বিআরডিবি কর্মকর্তা রজিবুল ইসলাম, কৃষি ব্যাংক কর্মকর্তা জিএম নুরুল ইসলাম, কৃষি ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজান আলী, জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা জুয়েল হোসেন প্রমুখ।
এসময় ওয়ার্ল্ড ভিশনের ইনহেল্ডার প্রকল্পের বিগত এক বছরের কাজের অগ্রগতি, বাঁধা ও উত্তরণের উপায় সমূহের বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার পল হাজরা।