তালায় রাতের আঁধারে রুগ্ন গাভী জবাই : মাংস ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা
তালায় রাতের আঁধারে রুগ্ন গরু (গাভী) জবাই করে মাংস বিক্রির অভিযোগে জাতপুর বাজারের রবিউল শেখ (৩৫) মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সে উপজেলার আলাদিপুর গ্রামের ইউসুফ শেখর ছেলে।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে উপজেলার জাতপুর বাজারে রুগ্ন গরু (গাভী) মাংস বিক্রির সময় হাতে-নাতে ধরে ফেলে। এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২/৫৩ ধারা মোতাবেক উপজেলার আলাদিপুর গ্রামের ইউসুফ শেখর ছেলে রবিউল শেখ (৩৫) কে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় উদ্ধারকৃত মাংসে কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে ফেলা হয়। অভিযান পরিচালনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রসিকিউশন অফিসার উপজেলা সেনেটারী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম ও জাতপুর ক্যাম্প ইনচার্জ এস,আই সাহিদুর রহমান।
এলাকাবাসীর অভিযোগ, জবাইকৃত গাভীটি কয়েক দিন পূর্বে একটি মৃত বাছুর জন্ম দেয়। এরপর গাভীটিও মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে বুধবার গাভীটিকে জবাই করলে এলাকাবাসী ভ্রাম্যমান আদালতকে অবহিত করেন। পরে ভ্রাম্যমান আদালত উক্ত জরিমানা আদায় করেন।