একজন শিক্ষকের মুল ঠিকানা শ্রেণিকক্ষ-প্রফেসর শেখ হারুনর রশীদ
শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন একজন শিক্ষকের মূল ঠিকানা শ্রেণিকক্ষ। ১২ সেপ্টেম্বর সকাল ৯:৩০ টার সময় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখীপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান মোঃ আকবর আলী। শিক্ষার মান উন্নয়নের জন্য তিনি সকল শিক্ষকে নিয়মিত সময়মত স্ব স্ব প্রতিষ্ঠানে উপস্থিত থেকে ক্লাস নিশ্চিত করারর জন্য বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউশির (কলেজ) খুলনা অঞ্চলের উপ-পরিচালক এস.কে মোস্তাফিজুর রহমান, মাউশির (কলেজ) খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মোঃ ইনামুল ইসলাম। সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন জীব বিজ্ঞানের শুক্ষক মোঃ আবু তালেব।