আশাশুনি সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের মিছিল ও স্মারক লিপি পেশ
আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ মিজানুর রহমানের উপর নগ্ন হামলা ও অফিস ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হামলাকারীদের বিচারের দাবিতে মিছিল ও স্মারক লিপি পেশ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১.৩০ টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করা হয়।
কলেজের ৮৪ জন শিক্ষক-কর্মচারী স্বাক্ষরিত স্মারক লিপি নিয়ে কলেজ ক্যাম্পাস হতে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা সরকারি কাজে বাইরে থাকায় তার সাথে মোবাইলে কথা বলে মিছিলটি পুনরায় বিভিন্ন সড়ক হয়ে উপজেলা ভূমি অফিসে যায়। সেখানে পৌছে সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তারের হাতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।
Please follow and like us: