কলারোয়ায় ওয়ার্কার্স পার্টির আলোচনা সভা
কলারোয়া উপজেলা ওয়ার্কার্স পার্টির এক আলোচনা সভা মঙ্গলবার গার্লস পাইলট হাইস্কুলে অানুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কেন্দ্রীয় কংগ্রেস সফল করার লক্ষ্যে ওয়ার্ড কমিটিগুলো পুন:বিন্যাস, জেলা, উপজেলা সম্মেলন এবং সভ্য চাঁদা ও লেভী পরিশোধের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির আলোচনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মহিবুল্লাহ মোড়ল। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড ময়নুল হাসান। উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত আলোচনা করেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক কমরেড আবুল খায়ের। সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য সন্তোষ কুমার পাল, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আবু হায়াত বাবু, তৌহিদুর রহমান সাগর, পূর্ণেন্দু কুমার ঘোষ, পিযুষ কুমার রায়, শাহনুর রহমান প্রমুখ।
Please follow and like us: