সন্তান কোলে নিয়েই রাস্তায় গান গেয়ে উপার্জন করছেন মা (ভিডিও)
সন্তানের কষ্ট মা ছাড়া আর কে বুঝবে! আর তাইতো মায়ের শরীরে যতটুকু পর্যন্ত শক্তি থাকে ততটুকুই অবলম্বণ করে সন্তানকে শত কষ্ট থেকে রক্ষা করে মা। কোলে ছোট্ট একটি শিশু। অসহায় মা কি-না এই ছোট অবলম্বণটুকু নিয়েই রাস্তায় নেমে পড়লেন। কারণ শিশুটিকে তো খাওয়াতে হবে। এজন্যই শত কষ্ট উপেক্ষা করে মা এই কোলের শিশুটিকে নিয়েই রাস্তায় রাস্তায় গান গেয়ে উপার্জন করে বেড়াচ্ছেন।
ভেনেজুয়েলায় চলছে তীব্র অর্থনৈতিক সংকট। নিজেদের ভাগ্য নির্ধারণে তাই দেশটি থেকে অনেকেই পাড়ি জমিয়েছেন পেরুতে। তাদের মধ্যে একজন এই মা, যিনি তার নয় মাসের সন্তানকে কোলে নিয়ে পেরুর শহরের পথে গান গেয়ে বেড়ান। আশায় থাকেন, কেউ হয়তো তাকে সাহায্য করবেন।
মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) ফেসবুক পেইজে ওই নারীকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, নয় মাসের সন্তানকে কোলে নিয়ে শহরের রাস্তায় গান গাচ্ছেন ওই নারী। নিচে একটি সাউন্ডবক্স। বেশ কয়েকজন তাকে সাহায্যও করেন। গানের মধ্যেই শিশুটি মায়ের মুখ ধরার চেষ্টা করছে। আর তার মা গান গাতে গাইতেই সন্তানের হাতে চুমু দিচ্ছেন।
ইউএনএইচসিআর জানিয়েছে, পেরু শহরের রাস্তায় প্রতিদিন দুই ঘণ্টার জন্য গান গেয়ে বেড়ান এই মা। তার কোলে থাকে নয় মাসের সন্তান। এখন পর্যন্ত ওই ভিডিওটি ৬০ হাজারেরও বেশিবার দেখেছে মানুষ। অনেকেই ভিডিওটিতে নানা রকম মন্তব্য করেছেন। তার মধ্যে একজন লিখেছেন, নিজের অনেক প্রয়োজন মানুষ না মেটালেও সন্তানের প্রয়োজনে মানুষকে অনেক কিছু করতে হয়। কেউবা বলছেন, রাস্তায় এভাবে গান গেয়ে বেড়ানোকে ভিক্ষা বলা যাবে না। তিনি তো নিজেই কাজ করে উপার্জন করছেন।
সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যম বলছে, বর্তমানে সাড়ে আট লাখেরও বেশি ভেনেজুয়েলার নাগরিক পেরুতে পাড়ি জমিয়েছেন। এই মায়ের মতো অনেকেই আছেন যারা ভেনেজুয়েলা থেকে পেরুতে এসে নিজেদের প্রতিভা দেখিয়ে অর্থ উপার্জন করে পেট চালাচ্ছেন। তাদের মধ্যে কেউ গান গেয়ে, কেউবা নেচে আবার কেউ পাঠদান করে অর্থ উপার্জন করেন।