হ্যাট্রিক হলো না সাকিবের, চাপে আফগান
বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ম্যাচের তৃতীয় দিনের শুরু থেকে ঘটছে নানা নাটকীয়তা। যদিও সাতসকালেই অলআউট হয়ে প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ দল।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আফগানিস্তানের দুই উইকেটের পতন হয়। সাকিবের করা প্রথম ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউর শিকার হন এহসানউল্লাহ জানাত (৪)। এরপর ১ম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো রহমত শাহ সাকিবের ফ্লাইটেড ডেলিভারি খানিকটা ক্রিজ থেকে বের হয়ে এসে ব্লক করতে গেলে কট এন্ড বোল্ড হন। পর পর দুই বলে দুই ব্যাটসম্যানকে ফেরানোর পর সাকিবের সামনে হাতছানি দেয় হ্যাট্রিক। কিন্তু তা হয়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগান দলের সংগ্রহ ২ উইকেটে ৭ রান। তাদের লিড ১৪৪।
Please follow and like us: