বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের কোয়াটার ফাইনাল খেলায় খাজরা ইউনিয়ন ফুটবল একাদশের জয়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট(অনুর্ধ্ব-১৭) কোয়াটার ফাইনাল খেলায় খাজরা ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করেছে। শনিবার (৭ইসেপ্টেম্বর) দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
সেমি ফাইনাল খেলায় খাজরা ইউনিয়ন ফুটবল একাদশ বনাম কুল্ল্যা ইউনিয়ন ফুটবল একাদশ মুখোমুখি হয়। টান টান উত্তেজনাপূর্ন খেলায় খাজরা ইউনিয়ন ফুটবল একাদশ কুল্ল্যা ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে।
কোয়াটার ফাইনাল খেলায় খাজরা ইউনিয়ন ফুটবল একাদশের খেলা উপভোগ করেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন আলী,জাতীয় শ্রমিকলীগের খাজরা ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম,ছাত্রলীগের খাজরা ইউনিয়নের সাধারন সম্পাদক ওয়ালীউল্লাসহ অসংখ্য দর্শক।
খেলা পরিচালনা করেন পিপুল খান,সহকারি সঞ্জয় কুমার বিশ্বাস ও আব্দুল আহাদ।