কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান
কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এসময় তাঁকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। শনিবার উপজেলা পরিষদ চেয়ারম্যান বিদ্যালয়ের আইসিটি কক্ষ, শিবিল স্মৃতি বুক কর্ণার, ঘাস আচ্ছাদিত বাংলাদেশের জাতীয় পতাকা ও মানচিত্র, প্রতীক্ষালয়সহ সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।
এসময় শিশুতোষ নানা কার্যক্রমে উপজেলা পরিষদ চেয়ারম্যান সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি শিক্ষকমন্ডলীর সাথে কুশল বিনিময় করেন। পরিদর্শন উপলক্ষে বিদ্যালয়ের টিচার্স কমনরুমে প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, শিশু শিক্ষা বিস্তারে এই স্কুলটি একটি রোল মডেলে পরিণত হয়েছে।
তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স.ম. মোরশেদ আলী ও রবিউল আলম মল্লিক, আওয়ামী লীগ নেতা ভুট্টোলাল গাইন, মহিদুল ইসলাম, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী, সাংবাদিক জুলফিকার আলী, সরদার জিল্লুর, যুবলীগ নেতা ডালিম হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।