কলারোয়ায় স্কুলে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়লেন লাইব্রেরিয়ান বাচ্চু
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কলারোয়ার জয়নগরের বদরুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক অলিউর রহমান বাচ্চু’র করুণ (৪৫) মৃত্যু হয়েছে। স্কুলে আসার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়। তিনি পার্শ্ববর্তী তালা উপজেলার পাটকেলঘাটা থানার জুসখোলা গ্রামের ওয়াজেদ আলী মেম্বরের ছেলে।
শনিবার (৭ই সেপ্টেম্বর) সকালে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান জানান, কলারোয়ার জয়নগর বাজার সংলগ্ন বদরুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী গ্রন্থাগারিক অলিউর রহমান বাচ্চু শনিবার সকালে প্রতিদিনের মতো পাটকেলঘাটার জুসখোলার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে স্কুলে আসছিলেন। ধানদিয়া স্কুলের পার্শ্ববর্তী জয়নগর কাছারি (ভূমি) অফিসের সামনে সকাল সাড়ে ৯টার দিকে রাস্তার উপর থাকা কয়েকটি হাঁস বাঁচাতে গিয়ে তাৎক্ষণিক মোটরসাইকেলের ব্রেক ধরলে তিনি রাস্তার উপর পড়ে যান। এসময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শনিবার জোহর নামাজের পর গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানা গেছে।
অলিউর রহমান বাচ্চুর আকস্মিক মৃত্যুতে তার কর্মস্থল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বদরুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস ও সহকারী শিক্ষকবৃন্দরা জানান, সহকারী গ্রন্থাগারিক পদে অলিউর রহমান বাচ্চু এই বিদ্যালয়ে ১বছর আগে নিয়োগ পেয়েছিলেন। সম্প্রতি তিনি এমপিওভূক্ত হয়েছিলেন। তিনি সৎ ও নিষ্ঠার সাথে বিদ্যালয়ে কর্মরত ছিলেন।
এই ঘটনায় স্কুলের ছাত্রী ও শিক্ষকরা গভীর ভাবে শোকাহত।