বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলার সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভা অনুষ্ঠিত হয়। ৫ সেপ্টেম্বর সকাল ১০টায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা সভাপতি সরদার কাজেম আলী।
সভায় বাংলাদেশ জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, তালা উপজেলা জাসদ সভাপতি দেবাশীষ দাস, সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল, কলারোয়া উপজেরা শাখা নেতা আঃ রশীদ, আনোয়ারুল ইসলাম, রবিউল ইসলাম, সুকুমার পালিত, ছাত্রলীগ সভাপতি মোখলেসুর রহমানসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, দেশে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের সবাইকে জনগণকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব নিতে হবে। সমাজে সর্বক্ষেত্রে অস্থিরতা গুজব ও খুন, গুমের অস্বাভাবিক পরিস্থিতি মোকাবেলা করার জন্য সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনার ঐক্য দরকার। আমলাতন্ত্রের অতিরিক্তি বাড়বাড়ি ও জনপ্রতিনিধিদের দায়িত্বহীনতার কারণে সর্বক্ষেত্রে লুটপাট ও দুর্নীতি চলছে। জনগণকে ঐক্যবদ্ধ করে শোষণ বৈষম্যহীন সমাজ গড়ে তুলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।