সাতক্ষীরা পৌরসভার ০৩টি ওয়ার্ডের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশন
সাতক্ষীরা পৌরসভার ০৩টি ওয়ার্ডের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশন করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে ঘোষপাড়া এলাকায় পৌরসভার ০৪ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের উদ্যোগে ঘোষপাড়া এলাকায় ড্রেন কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। পৌরসভার ০২,০৩ ও ০৪ নং ওয়ার্ডের পানিবন্দী মানুষ ও শত শত বিঘা ফসলী জমির ফসল রক্ষার জন্য পানি নিষ্কাশন করা হয়।
এসময় সাতক্ষীরা পৌরসভার এ উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানায়। চলতি বর্ষা মৌসুমে এ স্থায়ী জলাবদ্ধতার করণে ঐ এলাকার ফসলী জমি, ছোট বড় পুকুর ও বিভিন্ন খামার এবং বাড়ি-ঘরে পানি উঠেছে। চলাচলের রাস্তা, বসত বাড়ি ও রান্না ঘরে পানি জমে মানুষ নানাভাবে দূর্ভোগ পোহাতে হচ্ছিল। জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে পৌরসভার এ উদ্যোগে এলাকার মানুষ কিছুটা হলেও জলাবদ্ধতার হাত থেকে রেহায় পেল। এসময় ঐ এলাকার কয়েকটি স্থানে পানি নিষ্কাশনের জন্য ড্রেন কেটে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ০৩ ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, শহর পরিকল্পনাবিদ মো. জিয়াউর রহমান, এসও সাগর দেবনাথ, মো. আব্দুর রহিম মন্ডল, জামাল উদ্দিনসহ ঐ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।