সাতক্ষীরা তালায় প্রেমিকার বাড়িতে গিয়ে প্রেমিকের আত্মহত্যার চেষ্টাকারী যুবক নিহত
সাতক্ষীরা তালা উপজেলায় প্রেমিকার বাড়িতে গিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে প্রেমিক বিশ্বজিৎ দে (২৫) নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) বেলা ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সে মারাযায়।
স্থানীয়রা জানান, বিশ্বজিৎ দের সাথে হরিশচন্দ্রকাটির এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। গেলো শুক্রবার (৩১ আগস্ট) বিশ্বজিৎ প্রেমিকাকে বোঝানোর জন্য তার বাড়িতে কয়েকজন বন্ধুকে পাঠায়। এ সময় প্রেমিকার বাড়ির লোকজন তাদের মারধর করে। এ ঘটনার প্রেক্ষিতে পরদিন শনিবার বিশ্বজিৎ তার প্রেমিকার বাড়িতে গিয়ে ডাকাডাকি করতে থাকে। কিন্তু তাতে সাড়া না পাওয়ার এক পর্যায়ে সে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তীতে সারা শরীরে আগুন জ্বলতে থাকার এক পর্যায়ে সে নিজেই পাশ্বর্বর্তী পুকুরে লাফ দেয়। এতে প্রাণে বাঁচলেও তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তালা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রাজীব জানান, তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। তাকে খুলনা মেডিকেলে রেফার করা হয়েছ।
এবিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল জানান, মৃত্যুর বিষয়টি আমি শুনেছি । তবে এখনো কেউ অভিযোগ করিনি।