সাতক্ষীরায় হত্যাসহ পাঁচ মামলার আসামীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার(ভিডিওসহ)
সাতক্ষীরায় আওয়ামীলীগ নেতা নজরুল হত্যাসহ পাঁচ মামলার আসামী কবিরুল ইসলামের (৪২) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর বাইপাস সড়কের পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
নিহত কবিরুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কবিরুল ইসলাম একজন চিহৃত সন্ত্রাসী। তার বিরুদ্ধে আওয়ামীলীগ নেতা নজরুল হত্যাসহ পাঁচটি হত্যা মামলা রয়েছে। সম্প্রতি সে জেলখানা থেকে জামিনে মুক্তি পায়। বুধবার মধ্যরাতে কুচপুকুর এলাকায় দুইদল সন্ত্রীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে কবিরুল ইসলাম নিহত হন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
https://www.facebook.com/1097067257079185/videos/916172918744925/