কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান
যশোরের কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষকদের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার দুপুরে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক স.ম মোস্তফা কামালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন।
আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, প্রধান শিক্ষক উৎপল রায় চৌধুরী, প্রধান শিক্ষক হযরত আলী, সহকারী শিক্ষিকা রেহেনা পারভীন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আসাদুজ্জামান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান, প্রভাত কুমার রায়, প্রবীর মিত্র, সাইদুল ইসলাম ও হারুন অর রশিদ ।