কলারোয়ায় ৫১ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কলারোয়া থানা পুলিশের অভিযানে ৫১ বোতল ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাঃ রাজিব হোসেন এর নেতৃত্বে এএসআই মোঃ মিজানুর রহমানসহ সংগীয় ফোর্সের সহায়তায় মাদক বিরোধী অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে কলারোয়ার চন্দনপুর টু চান্দুড়িয়াগামী চন্দনপুর গ্রামের জনৈক মোঃ বাবলুর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ৫১ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ সাইদুর রহমান (২৩) কে গ্রেফতার করেন। সে চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামের মোঃ আব্দুর রহমানের পুত্র। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়
Please follow and like us: