শ্যামনগরে বায়োমেট্রিক হাজিরার উদ্বোধন
শ্যামনগর বায়োমেট্রিক হাজিরার উদ্বোধন ও এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ সেপ্টেম্বর বুধবার সকার ১০ টায় ৭৫ নং নকিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোহাগ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন। এসময় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুর রহমান, পরিমল কর্মকার, দিনেশ চন্দ্র মন্ডল। বক্তব্য শেষে ১৯১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরার উদ্বোধন করেন। এরপর প্রতিবন্ধি ছাত্র ছাত্রীদের মাঝে ৮টি হুইল চেয়ার ও ৮টি ইয়ারিং এইড বিতরণ করেন।