শোভনালীতে অজ্ঞান করে স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি গ্রামে বাড়ির লোকজনকে অজ্ঞান করে স্কুল শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা আনুমানিক নগদ ২ লক্ষ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার বৈকরঝুটি গ্রামের মৃত সদাশীপ চন্দ্র বিশ^াসের পুত্র বৈকরঝুটি সরকারি প্রাথমিক বিদ্যলয়ের সিনিয়র শিক্ষক গনেশ চন্দ্র বিশ্বাসের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার দিন শিক্ষক গনেশ ও তার স্ত্রী দিপালী বিশ্বাস বাড়িতে ছিলেন।
ডাকাতদল অজ্ঞান করা ঔষধ ব্যবহার করে তাদেরকে অজ্ঞান করে সুযোগমত ঘরে ঢুকে ডাকাতি করে নিয়ে যায়। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত গনেষ ও তার স্ত্রী অজ্ঞান ছিলেন। ফলে ডাকাতির সঠিকস তথ্য উদঘাটন করা সম্ভব হয়নি।
Please follow and like us: