বৈকারীতে বাড়ি বাড়ি কীট প্রতিরোধক স্প্রে
ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টা আরো শক্তিশালীকরণের লক্ষে প্রতিটি ওয়ার্ডে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও কীট প্রতিরোধক রাসায়নিক স্প্রে করা হয়েছে। বুধবার ৭নং ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মশক নিধন স্প্রে, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও ডেঙ্গু মোকাবেলায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলেসহ প্রতিটি ওয়ার্ড সদস্য এবং স্থানীয়দের সহযোগিতায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আতাউর রহমান, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান চঞ্চল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল ইসলাম, ইনজামুল হক ইনজা প্রমুখ।
Please follow and like us: