আশাশুনির ক্যান্সার আক্রান্ত শিশু ফয়সাল বাঁচতে চায়
আশাশুনির হাজীডাঙ্গা গ্রামের ক্যান্সার আক্রান্ত শিশু ফয়সাল বাঁচাতে চায়। তার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়াতে বিত্তবানদের নিকট আবেদন করেছেন শিশুটির বাবা-মা।
উপজেলার বুধহাটা ইউনিয়নের হাজিডাঙ্গা গ্রামের দিনমজুর ওবায়দুলের ছেলে ফয়সাল আহমেদ (৪) ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এপর্যন্ত শিশুটির বাবা নিজের সহায় সম্পত্তি বিক্রি করে প্রাথমিকভাবে চিকিৎসার ভার বহন করলেও বাকী চিকিৎসা করার মত সামর্থ নেই।
বর্তমানে শিশুটি ঢাকা শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খরচ যোগাবার সামর্থ হারিয়েছে শিশুটির পরিবার। তাই নিরুপায় হয়ে সমাজের বিত্তবানদের কাছে সাহায্য পেতে তারা দারে দারে ঘুরছে। ফয়সালের চিকিৎসার জন্য সাহায্য পাঠাবার বিকাশ নং ০১৭৫২-২২৩১৬৩ (ওবায়দুল)।
Please follow and like us: