শ্যামনগরে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরন
শ্যামনগরে গরীব মেধাবি ছাত্র-ছাত্রীদের মধ্যে বাইসাইকেল ও স্কুল ব্যাগ এবং দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। ২০১৮-১৯ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসুচির অর্থায়নে বিভিন্ন স্কুলে ২৪টি বাইসাইকেল ও ২৯টি সেলাই মেশিন বিতরন করা হয়। আজ ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রী ও মহিলাদের মাঝে এসব উপকরন বিতরন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকৌশলী মানিক সরকার, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্জ আকবর কবীর। এসময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।