দেবহাটায় অসচ্ছল প্রবীনদের সহায়ক উপকরন ও সম্মাননা স্মারক প্রদান
দেবহাটায় অসচ্ছল ও নাজুক প্রবীনদের মাঝে ছাতা, লাঠি, হুইল চেয়ার, কমোড চেয়ার সহ অন্যান্য সহায়ক উপকরন এবং শ্রেষ্ঠ পিতা ও সন্তানদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)’র আয়োজনে আনুষ্ঠানিকভাবে প্রবীনদের মাঝে এসকল সহায়ক উপকরন ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)’র নির্বাহী পরিচালক ইমান আলী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সাস’র সমন্বয়কারী শামীম হোসেন। এসময় সখিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোকলেছুর রহমান, আব্দুল করিম, হাফিজুর রহমান, জগন্নাথ মন্ডল, আকবর আলী সহ সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।