তালায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
তালায় (০৩ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারন অধিদপ্তর তালার যৌথ আয়োজনে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তালা উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে, ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-১ –(তালা-কলারোয়ার) মাননীয় সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন।
কৃষি সম্প্রসারন অফিসার শুভ্রাংশ শেখর এর উপস্থপনায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইচ চেয়ারম্যান মুরশিদা পারভিন পাপড়ী, তালা থানার ওসি মেহেদী রাসেল, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান,তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু,ফরেষ্ট অফিসার মোঃ মিজানুর রহমান, মোঃ ইউনুছ আলী সরদার, সহ উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী এবং ছাত্রছাত্রী বৃন্দ। মেলায় বন বিভাগের তরফ হতে উপজেলা চত্তরে বৃক্ষ ও ফলজ এর চাঁরা রোপন এবং স্কুলের ছাত্রছাত্রীসহ কৃষকদের বৃক্ষ, ফলজ ও ঔষধি চারা বিতরন করা হয়।