ডেঙ্গু প্রতিরোধে ও জলাবদ্ধতা নিরাসনে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানালেন সদর ইউএনও
“বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখি সকলে মিলে সুস্থ্য থাকি” এবং আলিপুর ইউনিয়ন ডেঙ্গু মুক্ত করি “স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা ও জলাবদ্ধতা নিরাসনে ইউনিয়নের সকল শ্রেণি পেশা মানুষের পাশাপাশি সকল স্কুল, কলেজ,মাদ্রাসা, মসজিদ সহ বিভিন্ন সংগঠনকে নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সবাই কে একযোগে কাজ করতে আহবান জানালেন সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় আলিপুর পরিদর্শন কালে এসব কথা বলেন তিনি। পরে ইউনিয়ন পরিষদের হলরুমে চেয়ারম্যান আব্দুর রউফ এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুরী। এসময় প্রধান অতিথি ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ডকে অব্যাহত রেখে পরিষদের সকল ইউ পি সদস্যদের নিয়ে কাযক্রম পরিচালনার পরামর্শ দেন সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল ইসলাম।
ডেঙ্গু প্রতিরোধে সারা দেশব্যাপী ন্যায় আগামী বৃহ:বার পযন্ত সকলের হাতে হাতে পৌছে দেওয়ার জন্য ও প্রতিনিয়ত ইউনিয়নের সকলকে নিয়ে জনসচেতনতার সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান আব্দুর রউফএর হাতে লিপলেট তুলেদেন। এসময় সচিব কাঞ্চন কুমার দে,প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ গাজী,প্যানেল চেয়ারম্যান শাহাদত হোসেন,৭,৮,ও ৯নং ওয়াডের সংরক্ষকিত মহিলা প্যানেল চেয়ারম্যান সলুদা বেগম সহ ৯ টি ওয়াডের ইউপি সদস্য সহ সকল গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।