জলাবদ্ধতা নিরশনে কার্যকর পদক্ষেপের দাবিতে নাগরিক মঞ্চের প্রতিবাদ ও বিক্ষোভ
বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ সিস্টেম উন্নত করা, প্রাণ সায়র খালের পানি নিস্কাশনের প্রতিবন্ধকতা দূর করা, অবৈধ মৎস্যঘের বিরুদ্ধে আইনী ব্যবস্থা এবং সকল নদী খাল উন্মুক্ত করার দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের পাকাপুল মোড় এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার সভাপতি এড. ফাহিমুল হক কিসুল।
সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, নিত্যানন্দ সরকার, শুধাংশু শেখর সরকার, শেখ ওবায়েদুস সুলতান বাবলু, যুগ্ম সম্পাদক শিব পদ গাইন, আইন সম্পাদক সালাউদ্দীন ইকবাল লোদী প্রমুখ। সমাবেশে বক্তারা বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ সিস্টেম উন্নত করা, প্রাণ সায়র খালের পানি নিস্কাশনের প্রতিবন্ধকতা দূর করা, অবৈধ মৎস্যঘের বিরুদ্ধে আইনী ব্যবস্থা এবং সকল নদী খাল উন্মুক্ত করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে আশু হস্তক্ষেপ কামনা করেন।